

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের শার্শা সীমান্তে ভারতীয় নাগরিক জব্বার মণ্ডলের (৭৫) মরদেহ শেষবারের মতো দেখলেন তার মেয়ে মিতু মণ্ডল ও বাংলাদেশে থাকা স্বজনরা।
বুধবার দুপুরে শার্শার ধান্যখোলা বিওপির মেইন পিলার ২৫/৬-এস সংলগ্ন স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
মরদেহ দুপুর ২টা ২৫ মিনিটে পৌঁছে প্রায় ৩০ মিনিট রাখা হয় মিতু ও স্বজনদের দেখার জন্য। বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মেয়ে। কিন্তু ১৫ মিনিট পরেই তাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়।
বিজিবি’র যশোর ৪৯ ব্যাটালিয়ন ও ভারতের বিএসএফ ৬৭ ব্যাটালিয়নের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জব্বার মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা বাশঘাটা গ্রামের বাসিন্দা। বার্ধক্যজনিত কারণে তিনি মঙ্গলবার রাতে মারা যান। তার মেয়ে মিতু মণ্ডল প্রায় দেড় যুগ আগে বিয়ে করেছেন বেনাপোলের পোড়াবাড়ি গ্রামের বাবলু মণ্ডলের সঙ্গে।
বিজিবি’র যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মরদেহ দেখার অনুরোধ মেয়ে মিতু ও বাংলাদেশে থাকা স্বজনদের পক্ষ থেকে এসেছে।
ভারতীয় বিএসএফও একইভাবে মরদেহ প্রদর্শনের জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করে। পরে মরদেহকে তার নিজ বাড়িতে দাফনের জন্য নেওয়া হয়।
মিতু মণ্ডল মরদেহ দেখার পর আবেগপ্রবণ হয়ে বলেন, “দু’দেশের বাসিন্দা হওয়ায় বাবার বাড়ি যাওয়া সম্ভব হতো না, তবে যোগাযোগ ছিল। ভাবতেই পারিনি বাবার মুখ শেষবার এমনভাবে দেখার সুযোগ পাব।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    