

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের লালপুরে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ: প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সেমিনার নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় ৬০০ জনকে আমন্ত্রণ জানানো হলেও, বাদ পড়েছেন আহত জুলাইযোদ্ধা, গ্রেফতার হওয়া শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মীরা।
২৮ সেপ্টেম্বর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক প্রফেসর আছাদুজ্জামান। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকলেও সরাসরি আন্দোলনে অংশগ্রহণকারীদের কেউ দাওয়াত পাননি।
আহত জুলাইযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা জুলাই আন্দোলন দমন করেছিল, তাদের আমন্ত্রণ জানিয়ে আমাদের বাদ দেওয়া জুলাই চেতনার সঙ্গে বেইমানি।
গ্রেফতার হওয়া শিক্ষার্থী ফরহাদ আহমেদ মন্তব্য করেন, আমরা রাজপথে থেকে নিপীড়ন সহ্য করেছি, অথচ সেমিনারে আমাদের জায়গা হলো না। এটা জুলাইয়ের অপমান।
নাটোর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি বলেন, জুলাই আন্দোলনের নাম ভাঙিয়ে যারা ফায়দা তুলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ইসমত হোসেন জানান, আমন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। আহত জুলাইযোদ্ধাদের বিষয়টি জানা ছিল না। ভবিষ্যতে অবশ্যই তাদের আমন্ত্রণ জানানো হবে।
মন্তব্য করুন
