শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুই অ্যাপস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
expand
হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুই অ্যাপস

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও অনলাইন বৈঠক ঠেকাতে দুটি যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এই দুটি অ্যাপ হলো টেলিগ্রাম ও বোটিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অ্যাপ দুটি বন্ধ করে দেওয়া হবে।

গতকাল (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ভারতে চলে যান। দলের বেশিরভাগ মন্ত্রী ও নেতা সেখানেই অবস্থান করছেন এবং সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছেন। ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তারা দেশে অস্থিরতা তৈরির নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব বৈঠকে মূলত টেলিগ্রাম ও বোটিম ব্যবহৃত হচ্ছে।

এদিকে ২৪ সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ২৪৪ জনের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি এই দুই অ্যাপের মাধ্যমে ভারতে থাকা নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে জানা গেছে।

এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার প্রথমে রাতের সময় টেলিগ্রাম ও বোটিমের গতি কমানোর বিষয়টি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে অ্যাপ দুটি বন্ধ করে দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন