শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেখার দিন শেষ, এখন আমরা খেলব: প্রধান উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
expand
দেখার দিন শেষ, এখন আমরা খেলব: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “গ্যালারিতে দাঁড়িয়ে শুধু খেলা দেখার দিন শেষ হয়েছে; এখন আমরা নিজেরাই খেলব।”

নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি” অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশের পরিবর্তনের যে স্বপ্ন দেখা হয়েছে, তা বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিরা বড় অবদান রাখতে পারেন। তিনি প্রবাসীদের দেশ পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ সফরে বিভিন্ন রাজনৈতিক নেতাদের উপস্থিতি সরকারের ওপর আস্থা বাড়িয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রেজেন্টেশনে গত ১৫ মাসে অর্থনৈতিক অগ্রগতি ও রেমিট্যান্সে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধির তথ্য তুলে ধরেন এবং প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির সরকারি উদ্যোগ এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদানের পদ্ধতি নিয়েও আলোচনা করেন।

আয়োজনে ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা এনগেজমেন্ট’ শীর্ষক এক প্যানেল আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সঞ্চালনা করেন, যেখানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ তিনজন অংশ নেন।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির সদস্য-সচিব আখতার হোসেন অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ভাবনা তুলে ধরেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঞ্চালনায় “শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষক আরেকটি প্যানেল আলোচনায় অংশ নেন এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নাকিবুর রহমান।

প্রবাসীদের প্রয়োজনীয় সেবা ও বিনিয়োগ সুযোগ প্রদানের জন্য “শুভেচ্ছা” নামের একটি নতুন মোবাইল অ্যাপও এ আয়োজনে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন