

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠন করছে সরকার। এ নিয়ে অনেক দূর কাজ এগিয়েছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে কুমিল্লা বিভাগ নিয়ে, এই নামে বিভাগ নোয়াখালীর মানুষ মেনে নিয়ে পারছে না। তারা দীর্ঘদিন নোয়াখালীর নামে বিভাগ করার জন্য আন্দোলন করছে।
বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার বাসিন্দা। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হান্নান মাসুদ নোয়াখালী অঞ্চলের।
জানা যায়, ফরিদপুর ও কুমিল্লা নামের নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠন করছে সরকার। সেইসঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে কবে নাগাদ বৈঠক হতে পারে তা জানা যায়নি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে একটি গণমাধ্যম অনলাইন।
নিজস্ব সূত্রে বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশন ইতোমধ্যে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর নাম প্রস্তাব করেছে।
বর্তমানে মোট ৮টি প্রশাসনিক বিভাগ আছে। সেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এর মধ্যে সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে উন্নীত করেছে সরকার।
এর পাশাপাশি কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে।
মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ এবং ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নামে উপজেলা সৃষ্টির খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট ২২টি ইউনিয়ন রয়েছে।
কুমিল্লা বিভাগের সাথে নয়, নোয়াখালী বিভাগ চায় লক্ষ্মীপুরবাসী। এ দাবিতে মানববন্ধন পালন করেছে জেলার বাসিন্দারা।
মন্তব্য করুন
