

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল পচা নির্বাচন ও ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা। তিনি স্পষ্ট করে বলেন, পক্ষপাতমূলক ও অনিয়মের নির্বাচন আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন–২০২৫-এ তিনি এ মন্তব্য করেন।
সানাউল্লাহ বলেন, “আমরা সময়ের এক ক্রসরোডে দাঁড়িয়ে আছি। জুলাই অভ্যুত্থানের মূলে ছিল ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা ও পচা নির্বাচন। চোখ বন্ধ করে দেখুন—জুলাই আন্দোলনের প্রধান কারণই ছিল এই প্রহসনমূলক নির্বাচন।”
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা আর কোনোদিন পচা নির্বাচন করব না। পক্ষপাতমূলক বা অনৈতিক নির্বাচনের জন্য ইসি আপনাদের ওপর চাপ সৃষ্টি করবে না কিংবা গোপনে নির্দেশ দেবে না। নির্বাচনে কেউ অনিয়ম করলে তার দায়ভার তাকেই নিতে হবে, নির্বাচন কমিশন কোনো দায় নেবে না।”
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং সিনিয়র সচিব আখতার আহমেদও বক্তব্য রাখেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    