শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
expand
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সময় সকালে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভাষণে তিনি সরকারের গত ১৪ মাসের সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধারের উদ্যোগ এবং গণতান্ত্রিক রূপান্তরের অগ্রগতি তুলে ধরবেন। একইসঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন প্রসঙ্গে আন্তর্জাতিক মহলকে অবহিত করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. ইউনূস তার বক্তব্যে সরকারের কার্যক্রম, বিচার প্রক্রিয়া, আসন্ন নির্বাচনের প্রস্তুতি ছাড়াও রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করবেন।

এদিনের অধিবেশনে প্রথমে ভাষণ দেবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর পর্যায়ক্রমে পাকিস্তান, চীন, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাদাইনস, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, গ্রিস, মালটা ও ভুটানের নেতারা বক্তব্য রাখবেন। তাদের পরেই ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তানসিম জারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন