শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
বেগম কানিজ মওলা ও মো. বাবুল মিঞা
expand
বেগম কানিজ মওলা ও মো. বাবুল মিঞা

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সচিবালয়ের সচিব বেগম কানিজ মওলা। মহাসচিব নির্বাচিত হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। এ ছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান।

রবিবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন ভবনের মিলনায়তনে বিদায়ী সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয় বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সভা শেষে নতুন কমিটি গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পৃথকভাবে বৈঠকে বসে আলোচনার মাধ্যমে নতুন নেতৃত্ব চূড়ান্ত করেন এবং তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে অ্যাসোসিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন খাদ্য সচিব মো. ফিরোজ সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

উপ-কোষাধ্যক্ষ হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব একেএম হাফিজুল্লাহ খান লিটন এবং অর্থ বিভাগের যুগ্মসচিব নুরজাহান খানম।

নবগঠিত কমিটি মোট ৫২ সদস্যবিশিষ্ট। কমিটির বাকি সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন নতুন মহাসচিব বাবুল মিয়া।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সন্তান, বিসিএস প্রশাসন ১৫ তম ব্যাচের কর্মকর্তা, বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিয়া বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন এর মহাসচিব নির্বাচিত হয়েছেন। তাঁর এই সাংগঠনিক সফলতায় বৃহত্তর কুমিল্লার বিভিন্ন সংগঠন ও শুভাকাঙ্ক্ষীগণ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X