

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না। প্রতীকের জন্য তাদের বিকল্প প্রস্তাব দিতে হবে। এক্ষেত্রে দু'পক্ষের সম্মতিতে বিষয়টি নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এনসিপি শাপলা প্রতীকের অবস্থান থেকে সরবে না, দলটির এমন বক্তব্যের বিষয়ে ইসি সচিব বলেন, প্রতীকের যে তালিকা সে তালিকায় শাপলা প্রতীক নেই।
তিনি বলেন, এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। সেটা জন্য আমরা জানাবো এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই (বিধিমালায় প্রতীকটি নেই)। তো এখন নিষ্পত্তি হবে দু'পক্ষের সম্মতিতে।
তিনি বলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে, আমাদের ১১৫টা প্রতীকের যে শিডিউলটা করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে, সংরক্ষিত প্রতীক যেগুলো আছে, সে প্রতীকগুলোর ভেতর থেকে একটা নিতে হবে। সেই প্রতীকগুলোর মধ্যে যদি শাপলা প্রতীক না থাকে, তাহলে দেওয়ার সুযোগটা কোথায়?
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    