শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বিস্ফোরণ: প্রাণ হারালেন দগ্ধ ফায়ার ফাইটার শামীম  

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ
expand
নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ

গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনের আগুন নির্বাপণ করার সময় বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিসের সদস্য শামীম আহমেদ (৪০) মারা গেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, গতকাল সোমবার টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনের আগুন নির্বাপণের সময় আহত হওয়ার পর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফায়ার ফাইটার শামীম আহমেদকে ভর্তি করা হয়। টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত শামীমের শরীরের শতভাগই পুড়ে যায় আগুনে।

২০০৪ সালে ফায়ার সার্ভিসের যুক্ত হওয়া শামীম আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় বলেও জানান তিনি।

এদিন, সন্ধ্যার পর যথাযথ সম্মান প্রদর্শন করে রাজধানীর ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অংশগ্রহণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

জানাজায় অংশগ্রহণ করে নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের বড়ভাই বলেন, দেশ ও দশের জন্য সারাজীবন কাজ করে গেছেন শামীম। তাই সকলের কাছে দোয়া চান তিনি।

জানাজার নামাজের পর বিশেষ দোয়া হয় শামীমের জন্য। পরে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সকল সহযোগিতা পাবে ক্ষতিগ্রস্তরা।

গ্রামের বাড়ি নেত্রকোনায় দাফন করা হবে ফায়ার ফাইটার শামীম আহমেদকে।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর টঙ্গীর ঐ কেমিক্যাল গোডাউনের আগুন ও বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ৪ জন আহত হয়েছিলেন। নিহত শামীম আহমেদ ছাড়া অন্যান্য আহতরা হলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা জান্নাতুল নাঈম এবং ফায়ার ফাইটার মোঃ নুরুল হুদা এবং মো: জয় হাসান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন