

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানির শেষ দিনের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ আপিল শুনানি শুরু হয়। আজ ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে পেন্ডিং থাকা আপিল আবেদনের শুনানিগুলো অনুষ্ঠিত হবে।
এরআগে, শনিবার নির্বাচন কমিশনে ৮ম দিনের আপিল শুনানিতে নিষ্পত্তি হয় ১১২টি আবেদন। এর মধ্যে মঞ্জুর হয় ৪৫টি আবেদন। প্রার্থিতা ফিরে পাননি ৩৭ জন। আর অপেক্ষমাণ রাখা হয় ২১ জনের আবেদন। ৯ জন আবেদন প্রত্যাহার করে নেন।
এছাড়া শনিবার ঋণ খেলাপি ও হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করে ইসি। তবে হাসনাতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়া তার মনোনয়ন বহাল রাখা হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আপিল হয়। শনিবার পর্যন্ত ৬১০ নম্বর আবেদনের শুনানি শেষে মোট ৪০০ জনের মনোনয়নপত্র বৈধ হয়। বাতিল হয় ২০০টি আবেদন। স্থগিত রয়েছে ৩০টি।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি হবে প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
মন্তব্য করুন
