

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনী বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সবার সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, দেশের বাইরে থেকে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে বক্তব্য দিচ্ছে, সাহস থাকলে তারা দেশে আসুক। পালিয়ে থাকাদের কথায় কেউ শঙ্কিত হবেন না।
বাংলাদেশ-মিয়ানমান সীমান্তে সৃষ্ট সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সরকারের সঙ্গে সবসময়ই আলোচনা করছে বাংলাদেশ সরকার। দেশটির বিভিন্ন ঘটনায় বাংলাদেশ প্রতিবাদও জানিয়েছে। আরাকানের নিয়ন্ত্রণে দেশটির সরকারি বাহিনী নেই বলেও জানান তিনি।
মন্তব্য করুন
