

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপিতে সব পদ তিন মাসের জন্য স্থগিত হলেও ফজলুর রহমান দাবি করেন, বিএনপিতে তার অবস্থান রয়েছে এবং থাকবেও।
" বিএনপিতে আছি, থাকবোও। নতুন কোনো রাজনৈতিক দলে যাচ্ছি না " বলেন তিনি।
এদিকে, মুক্তিযোদ্ধাদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা নাকচ করে দেন ফজলুর রহমান।
এটিকে গুজব বলে উল্লেখ করে ফজলুর রহমান অভিযোগ করেন, "এটা তো জামায়াত আমার নামে করতেছে। স্বাধীনতাবিরোধী শক্তি আমার নামে করতেছে। আমি যাচ্ছি নাতো। এটা এআই করে করছে, আমি তো চ্যালেঞ্জ করছি "।
ডাকসু নিয়ে যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে ফজলুর রহমান জানান, বিএনপি নেতা হিসেবে নয় বরং ঢাবির সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রনেতা হিসেবে কথা বলেছেন তিনি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই মুক্তিযুদ্ধে গিয়েছেন উল্লেখ করে ফজলুর রহমান বলেন, "আমি ছাত্র ছিলাম, ছাত্র রাজনীতি করছি, লেখাপড়া করছি, মুক্তিযুদ্ধে গেছি। এই দায়িত্ববোধ তো আমার ইউনিভার্সিটির প্রতি আছেই। এটা দল লাগবে কেন? "
তিনি বলেন, "ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সুযোগ করে দিয়েছেন। সেখানে ৬০ হাজার ছাত্র আছে এবং তাদেরকে আমি শ্রদ্ধা করি, মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও শ্রদ্ধা করি।"
বিশ্ববিদ্যালয় ভর্তিতে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ভালো বলেও মন্তব্য করেন তিনি।
তবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আগে আর কখনো মাদ্রাসার কোনো শিক্ষার্থী ডাকসুর ভিপি, জিএস দূরের কথা এমনকি মেম্বারও হয়নি বলে মন্তব্য করেন তিনি।
এমন প্রেক্ষাপটেই 'ঢাবি এখন একটা সিনিয়র মাদ্রাসা হয়ে গেছে' বলে মন্তব্য করেছেন বলে উল্লেখ করেন তিনি।
এ কথা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন এবং একজন উপ - উপাচার্য বলেছেন বলেও জানান তিনি।
ফলে ডাকসুর পক্ষ থেকে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার যে আহ্বান করা হয়েছে তা একেবারেই নাকচ করে দেন তিনি।
ফজলুর রহমান বলেন," না না, কেন আমি ক্ষমা চাবো?"
তবে, মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষাকে শ্রদ্ধা করেন উল্লেখ করে তিনি জানান মাদ্রাসার শিক্ষা খারাপ এমন কথা বলেননি।
ডাকসু যে বিবৃতি দিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, " শিবিরের ছেলেরা আমাকে ভালো বলবে এটা আমি আশা করি না। শিবিরের ছেলেরা আমার বিরোধীতা করবে না, আমার পক্ষে বলবে সেইটাও আমি আশা করি না।"
মন্তব্য করুন
