সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে অভিমান, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা কলেজছাত্রীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৯:০২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পটুয়াখালীতে প্রেমিকের সঙ্গে অভিমান করে পায়রা সেতু (লেবুখালী ব্রিজ) থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। তবে স্থানীয় বাসিন্দা ও সেনাসদস্যদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তিনি প্রাণে বেঁচে গেছেন। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দুমকি উপজেলায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তানজিলার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা সজিবের সঙ্গে তানজিলার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন বিকেলে মোবাইল ফোনে কথা বলার সময় দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও মতবিরোধ হয়। এর জের ধরে ক্ষোভ ও অভিমানে তিনি পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। তানজিলাকে নদীতে ঝাঁপ দিতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। বিষয়টি নজরে আসতেই লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে জেলেদের নৌকার সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাকে জীবিত অবস্থায় নদী থেকে উদ্ধার করে দ্রুত লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সেতু থেকে পড়ার কারণে তিনি কিছুটা আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে অবহিত করা হয়েছে। পরিবারটি বর্তমানে দুমকির পথে রয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X