

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চার সদস্য দগ্ধ হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন- ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ (৪২), মো. নুরুল হুদা (৪০), মো. জয় হাসান (২৪) এবং ওয়ার হাউস অফিসার খন্দকার জান্নাতুল নাঈম (৩৮)।
চিকিৎসকরা জানিয়েছেন, নুরুল হুদা ও শামীম আহমেদের শরীরের শতভাগ, জান্নাতুল নাঈমের ৪২ শতাংশ এবং জয় হাসানের ৫ শতাংশ পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্টার ডা. ফজলে রাব্বি জানান, টঙ্গী থেকে একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানেও ফায়ার সার্ভিসের চারজনকে নিয়ে আসা হয়েছে।
তিনি জানান, এদের মধ্যে একজনকে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেবেন। এবং বাকি তিনজনকে অফজারভেশনে রাখা হয়েছে। তাদের অবস্থা খারাপ হলে তাদেরকে আইসিইউতে শিফট করা হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
