

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে গ্যাস সরবরাহ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তুরাগ নদীর নিচ দিয়ে যাওয়া একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতকাজ চলাকালে পাইপে পানি প্রবেশ করায় সংকট গভীর হয়েছে।
চলমান শীতকালীন চাহিদার মধ্যেই নতুন এই সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, আমিনবাজার সংলগ্ন এলাকায় তুরাগ নদীর তলদেশে স্থাপিত বিতরণ লাইনে একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতি হয়। ঘটনার পরপরই বুধবার থেকে গ্যাসের চাপ কমিয়ে লাইনের মেরামত শুরু করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সমস্যার সমাধানে নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশও করেছে সংস্থাটি।
পাইপলাইনের ক্ষতির সরাসরি প্রভাব পড়েছে গাবতলী থেকে আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডিসহ আশপাশের এলাকায়। বুধবার থেকেই এসব অঞ্চলে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে। ছুটির দিনে সংকট আরও প্রকট হওয়ায় ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছেন গ্রাহকরা।
মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. শাহজাহান জানান, রাতে অল্প সময় গ্যাস মিললেও দিনের বেলায় চুলা একেবারেই জ্বলে না। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার সংগ্রহ করতে হয়েছে।
ধানমন্ডির বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হয়নি। বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা ব্যবহার করতে হচ্ছে, যা বাড়তি ঝামেলা তৈরি করছে।
যাত্রাবাড়ীতে গত সপ্তাহ থেকে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে।
মন্তব্য করুন

