

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের।
শুক্রবার (০৯ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্ট করে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন। শুক্রবার (০৯ জানুয়ারি) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে তারিক চয়ন নিজের ফেসবুক আইডিতেও এ সংক্রান্ত একটি পোস্ট দেন। যেখানে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন-জনাব তারেক রহমানের সঙ্গে দুইবার সামনাসামনি দেখা হলো, কথা হলো। গতকাল রাতেও দেখা হলো।
তারিক চয়ন আরও লেখেন- দেড় যুগের প্রবাস জীবন, দীর্ঘযাত্রার ক্লান্তি, বৈরী আবহাওয়া সবমিলিয়ে সবকিছুই তার শরীরের জন্য প্রতিকূল।
দৃঢ়চেতা মানুষটি সবকিছু সামলে নিলেও শরীরের উপরতো সবসময় সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ সম্ভব নয়। দেশ ও গণতন্ত্রের স্বার্থে তিনি সুস্থ থাকুন।
তিনি পোস্টে উল্লেখ করেন- গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে স্বৈরাচারের রোষানলে পড়ে ভ্রাতৃহারা, মাতৃহারা এই মানুষটিকে আল্লাহ্ শোক সইবার তৌফিক দান করুন।
মন্তব্য করুন
