

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী।
বুধবার (০৭ জানুয়ারি) বাদ ফজর রওজা জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফের বাৎসরিক ওরছ উদযাপিত হয়।
মোনাজাতে দেশসহ বিশ্বের সকল মুসলিমের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এদিন লাখ লাখ ভক্ত, আশেক-জাকের-মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লীরা মোনাজাতে অংশ নেন। দরবার শরীফের গদীনশীন পীর শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়াসি মোনাজাত পরিচালনা করেন।
চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্শবন্দী-মোজাদ্দেদী (রহ.) এর বেছালত উপলক্ষ্যে অনুষ্ঠিত ওরছে আগের দিন থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা দরবার শরীফে আসতে থাকেন। মঙ্গলবার বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদুন্নবী, মিলাদ-কিয়াম, জিকির-আজকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরীফের ওলামায়ে কেরামগণ ওয়াজ-নসিহত করেন।
ওরছে আগত ভক্তদের ইবাদত-বন্দেগির জন্য বিশাল ময়দান প্রস্তুত করা হয়। তাদের জন্য অজুখানা, খাবার মাঠ, পাকশালা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা হয়। এছাড়া যানবাহনের জন্য বিশাল মাঠজুড়ে কয়েকটি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। আলোকসজ্জায় আলোকিত করা হয় পুরো দরবার শরীফ। সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলো।
উল্লেখ্য, চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক হযরত খাজা এনায়েতপুরী (রহ.) এর নিকট বায়াত গ্রহণ করেন ও পরে খেলাফত প্রাপ্ত হন। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদীর পাড়ে চন্দ্রপাড়া গ্রামে চন্দ্রপাড়া দরবার শরীফ প্রতিষ্ঠা করে তরীকায়ে নক্শবন্দিয়া মোজাদ্দেদীয়ার দাওয়াত প্রচার করতে থাকেন। এই সুফী সাধক ১৯৮৪ সালের ২৮ মার্চ নিজ দরবার শরীফে ওফাত করেন। বর্তমানে তার একমাত্র পুত্র শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়াসি দরবার শরীফ পরিচালনার দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন
