শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এবারের নির্বাচনে মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণ হবে: ইসি সানাউল্লাহ  

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ
expand
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ

এবারের নির্বাচনে মানুষের আস্থা ও প্রত্যাশা পূরন হবে- এমন প্রত্যাশা করে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অনেক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধ আছে তবুও ভালো নির্বাচন আয়োজন করবে কমিশন। এক্ষেত্রে সব পক্ষের সহযোগিতা অপরিহার্য।

বুধবার (০৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের এনজিও বিষয়ক ব্যুরো কনফারেন্স হলে ২৭টি সিভিল সোসাইটি সংগঠনসমূহ নিশে গঠিত প্ল্যাটফর্ম অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-এএফইডি আয়োজিত নাগরিক পর্যবেক্ষণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: শীর্ষক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

নির্বাচনে পর্যবেক্ষকদেরও নানা মুখি চ্যালেঞ্জ আছে তবুও নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে তারাও কাজ করবে বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, দেশের জরাজীর্ণ নির্বাচন ব্যবস্থাকে ধারাবাহিক ভাবে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে কমিশন।

বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, গত তিনটি নির্বাচনে যেসব ঘাটতি ও ক্ষতি হয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সম্মিলিতভাবে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি। নির্বাচন কমিশনের প্রত্যাশা ও রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর যৌক্তিক প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটানো জরুরি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X