শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদী চত্বর থেকে এ যাত্রা শুরু করেছে।
expand
শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে শাহবাগ থেকে পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে যাত্রাটি শুরু হয়।

পথযাত্রায় অংশ নেওয়া নেতারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে শোনা যায়,

  • “হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না”

  • “রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়”

  • “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”

  • “লাল-সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়”

  • “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”

‘মার্চ ফর ইনসাফ’ শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর-তিন রাস্তার মোড়, রায়েরবাজার-বধ্যভূমি, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় শাহবাগ হাদি চত্বরে শেষ হবে। পথযাত্রায় ১০টি পিকআপে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো:
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়ক, পলায়নকারী সহযোগী এবং আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত যদি আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকার করে, তবে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X