শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে মোখলেস উর রহমানকে বদলি করা হলো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ এএম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান
expand
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলির আদেশ দিয়েছে সরকার।

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। একই দিনে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব মো. রুহুল আমীনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে জনপ্রশাসন সচিবের নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম তখন পর্যন্ত ঘোষণা করা হয়নি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে বড় রদবদল শুরু হয়। ওই সময় ২৮ আগস্ট মোখলেস উর রহমানকে দুই বছরের চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে অতিরিক্ত সচিব পদ থেকে অবসরে গিয়েছিলেন।

চিব হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই মোখলেসের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসে। জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে অর্থ লেনদেনের বিষয়টি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। এ ঘটনার প্রেক্ষিতে তিন উপদেষ্টার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও ফলাফল প্রকাশ করা হয়নি।

এছাড়া তিনি রাজনীতিতেও আলোচনায় আসেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অন্যতম নেপথ্য ব্যক্তি হিসেবে তার নাম উঠে আসে। দুদকের সাবেক সচিব থাকাকালীন সময়ে এই মামলার নথি তৈরি হয়েছিল।

গত ১৭ মার্চ একটি সাপ্তাহিক পত্রিকা এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। পরে ২৫ মে মোখলেস উর রহমান ও দুদকের সাবেক তিন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ করা হয়, তারা রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ভুয়া মামলা সাজিয়েছিলেন। বর্তমানে এ মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন