

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (সোমবার) আরও সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই বৈঠকে অংশ নেবে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট (জাগফ্রন্ট) এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এর আগে গতকাল (রবিবার) তিনি তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ওই আলোচনায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এভাবে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    