

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর আদাবরে রিপন ওরফে নিপু হত্যাকাণ্ডের কারণ হিসেবে পুলিশ বলছে, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করেই ঘটছে এই ঘটনা।
শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ রাকিব খাঁন।
তিনি বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরসহ গ্রেফতার ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিসি মোহাম্মদ রাকিব খাঁন জানান, গেলো ১৬ সেপ্টেম্বর নিপু হত্যাকাণ্ডের পর থেকেই ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। তারই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
এসময়, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়। আদাবর ও মোহাম্মদপুর এলাকায় কোনো অপরাধ সংগঠিত করে এসমস্ত অপরাধীরা ঢাকার আশপাশের সেইফ হোমে (নিরাপদ স্থান) আত্মগোপনে চলে যায় বলেও জানান ডিবির এই কর্মকর্তা।
এদিকে, সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে খিলগাঁও ও তেজগাঁও থানা পুলিশ। ভবিষ্যতেও কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের অপতৎপরতা রোধে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন