বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আনন্দ-উৎসবে 'বড়দিন' উদযাপন  

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন
expand
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপিত হয়েছে।

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সারাদেশে সরকারি ছুটি উদযাপিত হয়েছে। খ্রিষ্টান ধর্মানুসারীরা সকাল থেকেই গির্জায় বিশেষ প্রার্থনায় অংশ নেন এবং পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গির্জাগুলো আলোকসজ্জা, ফুল, ব্যানার ও ধর্মীয় প্রতীকে বর্ণিল সাজে সাজানো হয়। ক্রিসমাস ট্রি, শান্তা ক্লজ ও আলোকসজ্জায় সাজে বিভিন্ন স্থাপনা।

গির্জাগুলোতে দেশ ও জাতির কল্যাণ কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। কেক কাটা, বিশেষ প্রার্থনা, ধর্মীয় গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করেন যিশুভক্তরা। গির্জায় গির্জায় শিশু থেকে বয়স্ক পরিবারের সবাইকেই ভিড় করতে দেখা যায়।

রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। কাকরাইলসহ কয়েকটি গির্জায় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁও হোটেল, রেডিসনসহ নামিদামি তারকা হোটেলগুলোতে আনন্দমুখর পরিবেশ দেখা যায়। কাকরাইলের রমনা সেইন্ট ম্যারিস ক্যাথিড্রাল চার্চ ও মোহাম্মদপুরের সেইন্ট ক্রিস্টিনা গির্জার ভেতরে ও বাইরে নানা রঙের বেলুন, নকশা করা ককশিট, রঙিন কাগজ, জরি ও ফুল দিয়ে সাজানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X