শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৮ আসনে হাদির নির্বাচনী প্রচারণায় ডাকসুর জুমা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পিএম আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
মতিঝিলে সংসদ নির্বাচনের প্রচারণা করছেন ফাতিমা তাসনিম জুমা
expand
মতিঝিলে সংসদ নির্বাচনের প্রচারণা করছেন ফাতিমা তাসনিম জুমা

রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা-৮ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।

রাজধানীর মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই আসনকে ঢাকার রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবেই বিবেচনা করা হয়।

শরিফ ওসমান হাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার নির্বাচনী পরিকল্পনার ঘোষণা দেন।

তিনি লেখেন, ‘ঢাকা-৮ এর ভাই-বোনেরা, শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমার নির্বাচনি জার্নির বিসমিল্লাহ বলবো।’

তিনি আরও জানান, শুক্রবার থেকে প্রতিদিন বিকেলে তিনি এলাকার অলিগলিতে ঘুরে জনগণের পরামর্শ শুনবেন, চা-সিঙ্গারা খাবেন এবং প্রয়োজনীয় নোট নেবেন।

এদিকে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ছাত্রশিবিরের প্যানেল থেকে নির্বাচিত প্রতিনিধি ফাতিমা তাসনিম জুমা। তিনি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে জয় হন।

শনিবার (তারিখ) দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। প্রচারে অংশ নেতা জুমার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রচারণাকালে হাদি উদ্দিন হাদি বলেন, “আমি জনগণের প্রার্থী। মানুষ ভোটের মাধ্যমে পরিবর্তন চায়। তাই তাদের সঙ্গে নিয়ে আমি মাঠে নেমেছি।”

ডাকসুর জুমা বলেন, “হাদি উদ্দিন হাদি তরুণদের আশা ও পরিবর্তনের প্রতীক। জনগণই তার মূল শক্তি।”

এসময় সমর্থকরা পোস্টার, লিফলেট ও স্লোগানের মাধ্যমে প্রচারণায় অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন