

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠকে করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে দুই ঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সভায় সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, ডিজিএফআইয়ের মহাপরিচালক, পুলিশ প্রধান, বিজিবি প্রধান এবং ডিএমপি কমিশনারসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এর আগে, দুপুর দুইটার দিকে ইসি ভবনে আসেন বৈঠকে আমন্ত্রিত কর্মকর্তারা।
এদিন, দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
ধারণা করা হচ্ছে, এসব বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম।
মন্তব্য করুন
