শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্র নজরদারিতে বাড়ানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
সিসিটিভি ক্যামেরা
expand
সিসিটিভি ক্যামেরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ভোটকেন্দ্রগুলোতে নজরদারি জোরদারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে বিভিন্ন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই কাজে নির্বাচন কমিশনের নিজস্ব কোনো অর্থ ব্যয় করা হবে না।

ইসি সূত্র জানিয়েছে, সিসিটিভি স্থাপনের অর্থ জোগান আসবে সিটি করপোরেশন, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের বিভিন্ন তহবিল থেকে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) আওতাধীন তহবিলও ব্যবহার করা হবে। পুরো কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইতোমধ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রায় সাড়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এসব ক্যামেরা নির্বাচনের কাজে ব্যবহার উপযোগী করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে ইসি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্যামেরাগুলো সচল রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে আগে থেকেই সিসিটিভি বসানো আছে, যদিও কিছু ক্যামেরা বর্তমানে অচল। সেগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। তবে বিদ্যমান ক্যামেরার সংখ্যা পাঁচ হাজারের কম হওয়ায় অতিরিক্ত সিসিটিভি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কাছে নির্দিষ্ট কিছু তহবিল থাকে। সমন্বয়ের মাধ্যমে সেই অর্থ ব্যবহার করে সিসিটিভি বসানো হবে। প্রাথমিক হিসাব অনুযায়ী, একটি ভোটকেন্দ্রে ক্যামেরা স্থাপনে সর্বোচ্চ চার থেকে সাড়ে চার হাজার টাকা ব্যয় হতে পারে।

ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং নির্বাচন বিশেষজ্ঞরা সংলাপে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই সব কেন্দ্রে সিসিটিভি বসানোর প্রস্তাব দেন। যদিও আগে অর্থ সংকট ও রক্ষণাবেক্ষণের জটিলতার কারণে কমিশন এই উদ্যোগ থেকে সরে এসেছিল।

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে চোরাগোপ্তা হামলাসহ বিভিন্ন ঝুঁকির বিষয় উঠে আসে। এসব বিবেচনায় নিয়ে এবার নীতিগতভাবে ভোটকেন্দ্রে সিসিটিভি বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন।

এদিকে বুধবার নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্যবহৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। একই সঙ্গে ভোটগ্রহণের আগে কেন্দ্রগুলোকে ভোটার চলাচলের উপযোগী করে প্রস্তুত করতে, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে এবং যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই সেখানে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া যেসব ভোটকেন্দ্রে এখনো সিসিটিভি নেই, সেখানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অন্তত ভোটের দিনের জন্য ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X