শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী তহবিল ও প্রচারণা নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
expand
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত ১২ ডিসেম্বর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জানান।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি পোস্ট দিয়ে নিজের নির্বাচনী তহবিল ও ক্যাম্পেইনের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, নির্বাচন করতে যে বিপুল অর্থের প্রয়োজন হয়, তা তার ব্যক্তিগতভাবে নেই—এ কথা তিনি আগেই স্পষ্ট করেছিলেন। সেই বক্তব্যের পর অস্ট্রেলিয়ায় বসবাসরত এক প্রবাসী নারী, পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা সহায়তা পাঠান। সেই সঙ্গে তিনি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব সংসদে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অনুপ্রেরণা দেন।

তিনি আরও লেখেন, এই সহানুভূতি ও সমর্থনই তাকে নির্বাচনে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। তার ভাষায়, যেভাবে একসময় লাখো মানুষের আন্দোলন গণভবন পর্যন্ত পৌঁছেছিল এবং স্বৈরশাসনকে পিছু হটতে বাধ্য করেছিল, ঠিক সেভাবেই জনগণের শক্তি ও সমর্থনই তার সবচেয়ে বড় অবলম্বন।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, ক্যাম্পেইনের জন্য স্বেচ্ছাসেবক আহ্বান করা হয়েছিল। এতে এখন পর্যন্ত ৬ হাজার ২৮৪ জন আবেদন করেছেন, যাদের একটি বড় অংশই ঢাকা-১০ আসনের ভোটার ও বাসিন্দা। খুব শিগগিরই আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কর্মপরিকল্পনা নেওয়া হবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X