

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় জুলাই সনদে নোয়াখালীকে নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
এ লক্ষ্যে সংগঠনটি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নিকট স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি জমা দেওয়ার সময় সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল ছাড়াও উপস্থিত ছিলেন—চাটখিলের শাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল্লাহ খোকন, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের জেলা নেতারা, সাংবাদিক মাহমুদ ফয়সাল, বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিনবাদ শাকিল, নারী নেত্রী ফাতেমা সুইটি এবং আন্দোলনের সমন্বয়ক মো. শরীফুল ইসলামসহ অনেকে।
এর আগে ১০ সেপ্টেম্বর প্রকাশিত জাতীয় জুলাই সনদ–২০২৫-এ কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। তবে নোয়াখালীকে বাদ দেওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এমনকি নোয়াখালীর পক্ষ হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে আইনি নোটিশ পাঠান।
সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল অভিযোগ করেন, “নোয়াখালীকে বিভাগ না করা একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত, যা জুলাই বিপ্লবের চেতনা ও সংবিধানের ন্যায়বিচারের নীতির সঙ্গে সাংঘর্ষিক।”
তিনি আরও বলেন, “প্রায় ৮০ লাখ মানুষের মতামত উপেক্ষা করে, কোনো গণশুনানি বা মতবিনিময় ছাড়াই এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এতে সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার লঙ্ঘিত হয়েছে। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহার চাই এবং তীব্র প্রতিবাদ জানাই।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    