

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর তেজগাঁও সাতরাস্তা সড়কে কারিগরি শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আর চরম ভোগান্তি পড়েছেন সাধারণ মানুষ।
তারা কারিগরি শিক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত হওয়ার প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সড়কে অবস্থান করছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন, যার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে তারা ঘোষণা দিয়েছিলেন, দেশব্যাপী ‘বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি’ পালন করবে কারিগরি ছাত্র আন্দোলন, যেখানে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেবেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি
ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবৈধ পদোন্নতি বাতিল, সংশ্লিষ্টদের চাকরিচ্যুত ও ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল।
ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স: বয়সভিত্তিক ভর্তি নিষিদ্ধ, চার বছরের মানসম্মত কারিকুলাম চালু এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা।
নিয়োগে স্বচ্ছতা: দশম গ্রেড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।
কারিগরি সেক্টরে যোগ্যতা নিশ্চিতকরণ: কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল গুরুত্বপূর্ণ পদে না নিয়োগ করা এবং দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
প্রতিষ্ঠান ও কমিশন: স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন।
উন্নতমানের শিক্ষা: উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতায় একাডেমিক কার্যক্রম চালু করে শতভাগ আসনে ভর্তি নিশ্চিত করা।
মন্তব্য করুন

