

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন সম্পন্ন করে তিনি নিজের পূর্বের কাজে ফিরে যাবেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
আলোচনায় আইএমএফ প্রধান ড. ইউনূসের নেতৃত্ব ও দ্রুত নেওয়া অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়েছেন ইউনূস। বৈদেশিক মুদ্রার বাজারে শৃঙ্খলা ফেরানো, বাজারভিত্তিক বিনিময় হার চালু এবং রিজার্ভ পুনরুদ্ধারের পদক্ষেপ বিশেষভাবে প্রশংসনীয়।
কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ইউনূস বলেন, “ফেব্রুয়ারির মধ্যেই নির্ভরযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করব। এরপর আমার আগের কাজে ফিরে যাব।”
আলোচনায় জর্জিয়েভা রাজস্ব বৃদ্ধির পাশাপাশি ব্যাংক খাতে সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। উত্তরে ড. ইউনূস জানান, “আমরা ভেঙে পড়া অর্থনীতি হাতে নিয়েছি। এমনকি কিছু প্রভাবশালী ব্যক্তি ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়েছে।”
এ সময় উভয়পক্ষ আঞ্চলিক প্রেক্ষাপট নিয়েও মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে নেপালের জেন-জি আন্দোলন এবং বাংলাদেশের আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহের বিষয়ও।
মন্তব্য করুন
