

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের সার্বিক মূল্যস্ফীতি এখনো মোটামুটি স্থিতিশীল রয়েছে। বিশেষ করে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল এখন বাংলাদেশে। আমদানি শুল্ক বাড়ছে কি না- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এটা নির্ভর করবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। ঘাটতি কমানোর জন্য কী কী আমদানি করা যায়...। আমরা কমফোর্টেবল পজিশনে আছি।
আমেরিকা থেকে পণ্য আনতে ভিয়েতনাম থেকে বেশি খরচ হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুটাতো হবেই। যেমন আমরা গমের বিষয় বলেছি, এতে আমদানি মূল্যে বেশি হবে। কিন্তু মানটা অনেক ভালো। আমরা ট্যারিফ অ্যাভয়েড করতে চাচ্ছি, ঘাটতি কমাতে চাচ্ছি।
ভোক্তাদের ওপর কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, না, ভোক্তাদের ওপর প্রভাব পড়বে না। আমরাতো এমনিতেই ভোক্তাদের জন্য মূল্য নিয়ে অনেকটা ভর্তুকির ব্যবস্থা করেছি। টিসিবিসহ অন্যান্য বিষয়ে আমরা ভতুর্কি দিচ্ছি।
মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, আমদানি ও সরবরাহ বাড়ালেও পাইকারি ও খুচরা বাজারে অসঙ্গতি থেকেই যাচ্ছে। এ কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
বেকারত্ব প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ হলেও একেবারে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়নি। বেসরকারি খাতকে সহায়তা দিলে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।
এছাড়া বৈঠকে নতুন বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন, এলএনজি আমদানির উদ্যোগ এবং এমওপি ও ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন

