সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় প্রচারণা মিছিলে হামলা, অস্ত্র হাতে যুবকের ছবি ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
expand
পাবনায় প্রচারণা মিছিলে হামলা, অস্ত্র হাতে যুবকের ছবি ভাইরাল

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুবকের হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি ছোড়ার একটি ছবি ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে চরগড়গড়ির জগির মোড় এলাকায় প্রচারণার শোভাযাত্রায় হামলার সময় ওই ছবিটি ধারণ করা হয় বলে জানা গেছে।

মুহূর্তের মধ্যেই ছবিটি অনলাইনে ভাইরাল হয়ে যায় এবং দুই রাজনৈতিক দলের নেতাকর্মীরা যুবকের পরিচয় নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিতে থাকেন।

বিএনপি নেতারা দাবি করছেন, অস্ত্র হাতে থাকা যুবকটি জামায়াত–শিবিরের কর্মী এবং তাদের কর্মীদের লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়েন। তাদের অভিযোগ- এই হামলায় দলের কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে উল্টো অভিযোগ আনা হয়। তাদের ভাষ্য, ছবিতে থাকা ব্যক্তি বিএনপির কর্মী এবং পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে। গুরুতর কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল বলেন, “আমাদের কোনো নেতাকর্মীর কাছে অস্ত্র ছিল না। বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী অতর্কিতে হামলা চালিয়েছে।”

অন্যদিকে সাহাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মক্কেল মৃধা দাবি করেন, “অস্ত্রধারী যুবকটি জামায়াত-শিবিরের সন্ত্রাসী। তার গুলিতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।”

ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলায় অংশ নেন অস্ত্রধারী এই যুবক

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন