সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাবিবুর রহমান: “ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না, আমার কোনো দায়ও নেই”

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:২০ এএম
বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব
expand
বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব

পাবনা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের বিরুদ্ধে হামলা ও গুলির অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন হাবিবুর রহমান।

একটি অডিও বার্তায় তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন এবং তাকে দায়ী করার কোনো ভিত্তিও নেই।

তার দাবি, উল্টো জামায়াতপন্থী কর্মীরাই আগে বিএনপি সমর্থকদের ওপর হামলা চালায়, যার ফলে কয়েকজন আহত হন। পরে স্থানীয় জনগণ প্রতিবাদের মুখে তাদের ধাওয়া করে, আর সেখান থেকেই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

হাবিবুর রহমান বলেন, “আমি তো ঘটনাস্থলে ছিলামই না। কীভাবে গুলি হলো, কারা করলো- এসবের ভিডিও প্রমাণও আছে। তাই আমাকে দায়ী করা সম্পূর্ণ ভিত্তিহীন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন