সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ এএম আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম
জাতীয় ঐকমত্য কমিশন
expand
জাতীয় ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যকাল বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কমিশন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।

এর আগে ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গঠন করা হয়। শুরুতে ছয় মাস মেয়াদ নির্ধারণ করা হলেও তা ১৫ আগস্টে শেষ হয়।

পরবর্তীতে আরও এক মাস সময় বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়, যা শেষ হয়েছে সোমবার। নতুন সিদ্ধান্তে মেয়াদ আরও এক মাস বাড়ানো হলো।

কমিশনটির কাজ হলো বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো যাচাই ও গ্রহণ করা।

কমিশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। সদস্যদের মধ্যে রয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার

জাতীয় ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ কার্যক্রম, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবগুলো পর্যালোচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে তোলাই এর মূল কাজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন