বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘জামায়াত নেতা শাহজাহানের বক্তব্য উস্কানিমূলক ও তথ্য বিকৃত’

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির লোগো
expand
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির লোগো

প্রশাসনকে নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর দেয়া বক্তব্যকে উস্কানিমূলক ও তথ্য বিকৃত বলেছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। সেই সাথে তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে সাবেক পুলিশ অফিসারদের এই সংগঠন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সমিতির সভাপতি ও সাবেক অতিরিক্ত আইজিপি ড. এম আকবর আলী স্বাক্ষরিত এক বার্তায় এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

বার্তায় বলা হয়, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের আইন শৃংখলা রক্ষার একটি পেশাদার বাহিনী, যার সদস্যরা জীবন বাজি রেখে জনগণের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে। কোন রাজনৈতিক দল বা দলের সদস্য কর্তৃক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের মাধ্যমে এ বাহিনীকে হেয়, বিভ্রান্ত বা অবমূল্যায়ন করার চেষ্টা আমরা দেশপ্রেমিক নাগরিক হিসেবে কখনও মেনে নিতে পারি না।

আরও বলা হয়, আমরা আরো স্পষ্টভাবে বলতে চাই যে, গত ১৭ বছর রাজনীতির নামে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তার পুনরাবৃত্তির যে কোন প্রচেষ্টায় প্রতিহত করা হবে। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে নিয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য জাতীয় ঐক্যকে ক্ষুণ্ণ করে এবং সমাজে অস্থিরতা তৈরির পথ সুগম করে। তাই এ ধরণের বক্তব্য থেকে সংশ্লিষ্ট বক্তা বা বক্তাদের বিরত থাকা এবং দায়িত্বশীলতা প্রদর্শন করা উচিৎ। স্মর্তব্য যে, বাংলাদেশ পুলিশ বাহিনী দেশের জনগণের বাহিনী, কোন রাজনৈতিক দলের নয় ।

উল্লেখ্য যে, গত শনিবার চট্টগ্রামে এক সমাবেশে জামায়াত নেতা শাহজাহান বলেন—‘যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন