

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলার জন্য নতুন পুলিশ সুপারদের তালিকা চূড়ান্ত করেছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে ম্যানুয়াল লটারির মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়।
লটারি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
তথ্য অনুযায়ী, যে কর্মকর্তারা অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের প্রথমেই বিবেচনার বাইরে রাখা হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের সদস্যদের নিয়ে একটি সম্ভাব্য তালিকা (ফিট লিস্ট) তৈরি করা হয়। সেখান থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে চূড়ান্ত করা হয়।
খুব শিগগিরই তাদের নিজ নিজ জেলায় পদায়নের প্রজ্ঞাপন প্রকাশ হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত সপ্তাহে ছয় জেলায় নতুন এসপি নিয়োগের যে আদেশ দেওয়া হয়েছিল, তা স্থগিত রাখা হয়—এই ছয় ক্ষেত্রেও লটারির সিদ্ধান্ত কার্যকর হবে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের পুলিশ প্রশাসনে পরিবর্তনের উদ্যোগ আগেই নেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টার নির্দেশনায় যোগ্যতার ভিত্তিতে তৈরি তালিকা থেকেই লটারির মাধ্যমে জেলাভিত্তিক পদায়ন চূড়ান্ত করা হয়েছে।
মন্তব্য করুন
