

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


১১ নভেম্বর বিশ্বজুড়ে দিনটি পরিচিত ‘সিঙ্গেলস ডে’ বা একা থাকার দিন হিসেবে। একা থাকা মানে যে নিঃসঙ্গতা নয়, বরং নিজের মতো করে বাঁচার স্বাধীনতা এই বার্তাই বহন করে দিনটি।
একা মানেই কারও কাছে স্বস্তি, কারও কাছে আত্মচর্চার সুযোগ। প্রেমের সম্পর্ক, দায়িত্ব বা সামাজিক বাঁধনে না জড়িয়ে নিজের সত্তাকে ভালোবাসার এক বিশেষ রূপ এটি। অনেকেই সম্পর্কের ভাঙন বা জীবনের ব্যর্থতা পেরিয়ে নতুনভাবে নিজেকে গড়ে তোলার পথ হিসেবে একা থাকার জীবন বেছে নেন।
এই দিবসের সূচনা হয়েছিল চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে ১৯৯৩ সালে। সেখানে কিছু শিক্ষার্থী, যারা প্রেমে ব্যর্থ হলেও জীবন নিয়ে আশাবাদী ছিলেন, তাঁরা প্রথমবার ‘সিঙ্গেলস ডে’ উদযাপন করেন। প্রতীকীভাবে ১১ নভেম্বর (১১-১১) তারিখটি নির্ধারণ করা হয় প্রতিটি ‘১’ একক মানুষকে বোঝায়, আর চারটি এক মিলে জীবনের সম্মিলিত আনন্দের ইঙ্গিত দেয়।
ক্রমে চীনে এটি ভালোবাসা দিবসের বিকল্প উৎসবে পরিণত হয়—যেখানে একা মানুষরা নিজেদের স্বাধীনতা ও আত্মপ্রেমকে উদযাপন করেন। সময়ের সঙ্গে বিশ্বের নানা দেশেও দিনটি ছড়িয়ে পড়ে, আত্মনির্ভরতা ও নিজেকে ভালোবাসার প্রতীক হয়ে।
‘ডেজ অব দ্য ইয়ার’-এর তথ্যমতে, টমাস ও রুথ রয় এই দিনটিকে আন্তর্জাতিকভাবে পরিচিত করার উদ্যোগ নিয়েছিলেন। তাঁদের লক্ষ্য ছিল, মানুষ যেন একা থাকাকে দুর্বলতা নয়, বরং আত্মবিশ্বাসের প্রকাশ হিসেবে দেখতে শেখে।
তাই আজকের দিনটি হতে পারে নিজের সঙ্গে সময় কাটানোর, নিজেকে নতুন করে জানার ও ভালোবাসার দিন। একা থাকা মানেই শূন্যতা নয় বরং নিজের স্বাধীন অস্তিত্বের উদযাপন।
মন্তব্য করুন
