

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশে জন্মের পর থেকেই পরিবেশবান্ধব জীবনযাত্রার প্রতীক হয়ে উঠেছে সাতক্ষীরার ছোট্ট শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সে সে দেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
রুহাবের বাবা ইমরান রাব্বি, পরিবেশবান্ধব সংগঠন গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি, আর মা আয়শা আক্তার কিরণ সংগঠনটির সমন্বয়ক হিসেবে কাজ করছেন। শিশুর জন্মের পর থেকেই তারা সিদ্ধান্ত নেন— রুহাবের জীবনের প্রতিটি ধাপ হবে প্রকৃতিবান্ধব ও পরিবেশসম্মত।
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি জন্ম নেয় রুহাব। তার ভবিষ্যৎ জীবনের কার্বন নিঃসরণ ভারসাম্য রাখতে বাবা-মা সাতক্ষীরায় ৫৮০টি গাছ লাগান। এসব গাছ রুহাবের পুরো জীবনের সম্ভাব্য কার্বন নিঃসরণ শোষণ করবে বলে ধারণা করা হচ্ছে।
এই অনন্য উদ্যোগের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)। প্রকল্পটি তাদের সহায়তায় পরিচালিত “ঢাকা প্ল্যান্টারস” কর্মসূচির আওতায় টেকসই উন্নয়নে অবদানের জন্য স্বীকৃতিপ্রাপ্ত উদ্যোগ হিসেবে নির্বাচিত হয়েছে।
ইমরান রাব্বি বলেন, “আমরা চাই রুহাব এমন এক পৃথিবীতে বড় হোক, যেখানে বাতাস, পানি ও পরিবেশ পরিষ্কার থাকবে। এজন্য গাছ লাগানো আমাদের পক্ষ থেকে একটি ছোট উদ্যোগ মাত্র। আশা করি, ও প্রকৃতিকে ভালোবাসতে শিখবে।”
রুহাবকে ঘিরে এই ব্যতিক্রমী পদক্ষেপ স্থানীয়ভাবে যেমন সাড়া ফেলেছে, তেমনি জাতীয় পর্যায়েও টেকসই উন্নয়ন ও জলবায়ু সচেতনতার নতুন উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন
