

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাশুড়ি আমাদের জীবনে শুধু পরিবারিক একজন সদস্যই নন, বরং অভিভাবক ও মায়ের মতো গুরুত্ব বহন করেন। এই বিশেষ সম্পর্কের মর্যাদা উদযাপনের জন্য প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার পালিত হয় ‘শাশুড়ি দিবস’। আজ সেই দিন।
শাশুড়িকে কৃতজ্ঞতা জানাতে ফোন করুন, খোঁজখবর নিন বা ছোট উপহার দিন। যেসব দম্পতি বিয়ে করতে যাচ্ছেন, তারা হবু শাশুড়িকে শুভেচ্ছা জানালে সম্পর্ক আরও দৃঢ় হবে।
ইতিহাসে দেখা যায়, প্রথমবার ১৯৩৩ সালের ৫ মার্চ যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্থানীয় পত্রিকার সম্পাদক শাশুড়ি দিবস উদযাপন করেছিলেন। পরে এটি অক্টোবরের চতুর্থ রোববারে স্থায়ীভাবে পালন করার নিয়ম করা হয়। মূল লক্ষ্য—শাশুড়িকে সম্মান দেওয়া।
শাশুড়ির সঙ্গে সম্পর্ক মজবুত রাখতে কিছু কার্যকর কৌশল নিচে দেওয়া হলো:
ভদ্রতা বজায় রাখুন
শাশুড়ির সঙ্গে সব সময় বিনম্র ও শান্তভাবে আচরণ করুন। ছোটখাট বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলুন।
শিষ্টাচার বজায় রাখুন
ধৈর্য ধরে তার সঙ্গে কথা বলুন এবং ছোট-ছোট বিষয়েও ধন্যবাদ জানান।
স্বামীর সম্পর্কে ইতিবাচক থাকুন
শাশুড়ির কাছে স্বামীর খারাপ কথা বলবেন না। এতে তার মনে আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে।
তার প্রশংসা করুন
রান্না বা আয়োজনের ক্ষেত্রে তার প্রশংসা করুন। এতে তার মন গলে যাবে এবং সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে।
পরামর্শ নিন
জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে শাশুড়ির মতামত নিন এবং তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন।
উপহার দিন
সযত্নে দেওয়া উপহার শাশুড়ির খুশি বাড়ায়। ব্যক্তিগত মনোযোগপূর্ণ উপহার সবচেয়ে ভালো প্রতিক্রিয়া দেয়।
সাহায্য করুন
যদি ব্যস্ত থাকেন, তবুও সুযোগ পেলে তার কাজে সাহায্য করুন। এতে শাশুড়ি দেখবেন যে আপনি যত্নশীল।
আত্মবিশ্বাসী হন
ধমক বা সমালোচনার সময়ে বিচলিত হবেন না। নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকুন এবং শ্রদ্ধাশীল থাকুন।
শাশুড়ি দিবস উদযাপন শুধু মেয়েদের দায়িত্ব নয়। ছেলে ও মেয়ের পক্ষের সবাই শ্বশুর-শাশুড়ির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্বশীলতা দেখাতে পারেন। এটি কেবল পারিবারিক বন্ধন মজবুত করবে না, দাম্পত্য ও মানসিক সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ।
আজকের দিনে ফোন করুন, খোঁজ নিন, উপহার দিন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন
