

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা সবসময় নেতিবাচক প্রভাব ফেলেন-তাদের বলা হয় টক্সিক মানুষ। এদের চেনা সবসময় সহজ নয়, তবে একবার চিনে ফেলতে পারলে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে ভালো উপায়। এই টক্সিক ব্যক্তিরা হতে পারেন আপনার আত্মীয়, সহকর্মী কিংবা বন্ধুও। কখনও পরিস্থিতির কারণে সম্পর্ক রাখা বাধ্যতামূলক হলেও, কিছু সতর্কতা মানলে মানসিক শান্তি বজায় রাখা সম্ভব।
সীমা নির্ধারণ করুন
আপনার জীবনে কার সঙ্গে কতটা যোগাযোগ রাখবেন, সেটি নির্ধারণ করুন নিজেই। শুরু থেকেই নিজের সীমানা বা বাউন্ডারি তৈরি করুন। এতে কেউ সহজে আপনাকে অবমূল্যায়ন করতে পারবে না কিংবা খারাপ আচরণ করার সাহস পাবে না।
অপ্রয়োজনীয় যোগাযোগ এড়িয়ে চলুন
টক্সিক মানুষের কথা বা মতামত নিয়ে মাথা ঘামানো অর্থহীন। তারা কী ভাবছে বা কী বলছে, তাতে আপনার জীবনে ইতিবাচক কিছু যোগ হবে না। বরং তাদের কথায় মন খারাপ করলে আপনার আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে। তাই অযথা যোগাযোগ না রাখাই ভালো।
শান্ত ও সংযত থাকুন
যদি কখনও টক্সিক মানুষের মুখোমুখি হতে হয়, চেষ্টা করুন যতটা সম্ভব সংক্ষিপ্তভাবে কথা বলার। ব্যক্তিগত বিষয় বা সুখের খবর তাদের সঙ্গে শেয়ার করবেন না। কারণ, তারা এসব নিয়ে এমন মন্তব্য করতে পারে যা আপনার মনোভাবকে নষ্ট করবে। সবসময় শান্ত থাকুন এবং নিজের নিয়ন্ত্রণ বজায় রাখুন।
ইতিবাচক চিন্তা ধরে রাখুন
নেতিবাচক মানুষ সবসময় অন্যের মধ্যে ত্রুটি খুঁজে বের করতে ব্যস্ত থাকে। তাদের কথায় প্রভাবিত না হয়ে ইতিবাচক চিন্তা বজায় রাখুন। নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং তাদের নেগেটিভ শক্তিকে উপেক্ষা করুন।
টক্সিক মানুষদের এড়িয়ে চলা মানেই নিজেকে মানসিকভাবে সুরক্ষিত রাখা। ইতিবাচক চিন্তা, সীমারেখা এবং আত্মবিশ্বাসই পারে আপনাকে এই নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখতে।
মন্তব্য করুন
