

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিজের সৌন্দর্যের জন্য নয়, অন্যের মুখে হাসি ফোটাতে-এমন অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন এক তরুণী। পাঁচ বছর ধরে যত্নে বড় করা তাঁর প্রায় ৩০ ইঞ্চি লম্বা চুল তিনি দান করেছেন এমন একটি দাতব্য সংস্থায়, যারা ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য পরচুলা (উইগ) তৈরি করে।
যেখানে অধিকাংশ মানুষ ফ্যাশন বা স্টাইল বদলের জন্য চুল কাটেন, সেখানে এই তরুণীর সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভিন্ন -নিঃস্বার্থ এক মানবিক পদক্ষেপ। তাঁর দান করা চুল দিয়ে তৈরি হবে একাধিক উইগ, যা কেমোথেরাপির কারণে চুল হারানো শিশুদের আত্মবিশ্বাস ও হাসি ফিরিয়ে দিতে সাহায্য করবে।
চুল সংগ্রহকারী সংস্থাটির এক কর্মকর্তা জানান, তরুণীর দান করা চুল ছিল তাদের পাওয়া সবচেয়ে লম্বা ও স্বাস্থ্যকর দানের মধ্যে একটি। সংস্থাটি পুরোপুরি চুল দানের ওপর নির্ভরশীল হওয়ায়, এই অবদানকে তারা এক অমূল্য উপহার হিসেবে বর্ণনা করেছে।
এই চুল দানের গল্পটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অসংখ্য মানুষ প্রশংসায় ভরিয়ে দেন তরুণীকে; কেউ কেউ আবার অনুপ্রাণিত হয়ে নিজেরাও চুল দান করার ইচ্ছা প্রকাশ করেন।
মন্তব্য করুন
