বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিছানার একপাশ ভাড়া দিয়ে লাখ লাখ টাকার আয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক তরুণী দেখিয়েছেন—সৃজনশীল চিন্তাভাবনা চাইলে দৈনন্দিন জীবনের সাধারণ বিষয় থেকেও আয়ের সুযোগ তৈরি করা সম্ভব।

৩৬ বছর বয়সী মনিকা জেরেমিয়া নামের এই নারী তার বিছানার একপাশ ভাড়া দিয়ে বছরে প্রায় ছয় লাখ টাকার সমপরিমাণ অর্থ উপার্জন করছেন।

যুক্তরাজ্যের এক সংবাদমাধ্যম জানায়, একা থাকার অভিজ্ঞতা থেকেই মনিকার এই উদ্যোগের সূচনা।

করোনার সময় তিনি উপলব্ধি করেন, একাকিত্ব অনেকের জন্য মানসিক চাপের কারণ হতে পারে। তাই যারা একা থাকতে চান কিন্তু একেবারে নিঃসঙ্গতা চান না—তাদের জন্য তিনি ‘হট বেড’ নামে এই সেবা চালু করেন।

তবে মনিকার সেবায় অংশ নিতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হয়। এখানে কোনো ধরনের রোমান্টিক বা শারীরিক সম্পর্কের সুযোগ নেই—এটি শুধু ঘুমানোর স্থান ভাগাভাগির জন্য। তিনি বলেন, “সবাই সম্পর্ক খোঁজেন না; কেউ কেউ শুধু বন্ধুত্বপূর্ণ উপস্থিতি চান।”

গ্রাহক নির্বাচনেও মনিকা সতর্ক। আগেই তিনি নিয়ম-কানুন জানিয়ে দেন, এরপরই কেউ তার বাড়িতে থাকতে পারেন। মজার ব্যাপার হলো, তার এক প্রাক্তন প্রেমিকও একই নিয়ম মেনে এই সেবার গ্রাহক হয়েছেন।

মনিকার ভাষায়, “আমি সব সময় নতুনভাবে ভাবতে ভালোবাসি। বিছানার একপাশ ভাগ করে বছরে যে অর্থ আয় করি, তা দিয়ে ঋণ ও বিল পরিশোধ করতে পারি।”

তার এই উদ্যোগ এখন অনেকের কাছে এক অভিনব উদ্যোক্তা ভাবনার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন