শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর যেসব আচরণ স্বাভাবিক বলেই ধরা হয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
expand
শিশুর যেসব আচরণ স্বাভাবিক বলেই ধরা হয়

সন্তান বড় করতে গিয়ে প্রায় সব বাবা-মাকেই দুশ্চিন্তার মুখে পড়তে হয়। শিশু যখন হঠাৎ এমন কোনো আচরণ করে, যা আমাদের চোখে অচেনা বা অস্বাভাবিক মনে হয়, তখনই প্রশ্ন জাগে—এটা কি বয়সজনিত স্বাভাবিক বিষয়, নাকি বাড়তি মনোযোগ দরকার? বর্তমান সময়ে চারপাশে এত তথ্য ও তুলনা রয়েছে যে অনেক সাধারণ শৈশব আচরণও অযথা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। অথচ কিছু আচরণ আছে, যেগুলো শিশুদের বেড়ে ওঠার স্বাভাবিক অংশ।

নিচে এমন কিছু আচরণ তুলে ধরা হলো, যেগুলো সাধারণত চিন্তার কারণ নয়—

১. নিজের সঙ্গে নিজে কথা বলা

খেলার সময় শিশুকে নিজের কাজের বর্ণনা দিতে বা কাল্পনিক চরিত্রের সঙ্গে কথা বলতে দেখা খুবই স্বাভাবিক। অনেকেই এটিকে একাকীত্ব ভাবলেও, আসলে এটি শিশুর চিন্তা গুছিয়ে নেওয়া ও কল্পনাশক্তি বিকাশের একটি প্রক্রিয়া। এই অভ্যাস ভাষা শেখা, সিদ্ধান্ত নেওয়া এবং আবেগ নিয়ন্ত্রণে শিশুকে সহায়তা করে।

২. মেজাজের হঠাৎ ওঠানামা

শিশুরা খুব দ্রুত আনন্দ থেকে কান্নায় চলে যেতে পারে—এটা বয়সভিত্তিক স্বাভাবিক আচরণ। তাদের মস্তিষ্ক তখনো আবেগ নিয়ন্ত্রণ করতে শেখার পর্যায়ে থাকে। ক্ষুধা, ক্লান্তি, অতিরিক্ত উত্তেজনা কিংবা ছোট কোনো হতাশাই হঠাৎ আবেগ পরিবর্তনের কারণ হতে পারে।

৩. একা থাকতে বা একা খেলতে চাওয়া

অনেক শিশু মাঝে মাঝে একা সময় কাটাতে পছন্দ করে। এতে বাবা-মায়েরা দুশ্চিন্তায় পড়লেও এটি সবসময় নেতিবাচক কিছু নয়। একা খেলা শিশুর সৃজনশীলতা বাড়ায়, আত্মবিশ্বাস তৈরি করে এবং নিজের ভাবনার জগৎ গড়ে তুলতে সাহায্য করে। তবে যদি সে দীর্ঘ সময় সামাজিক যোগাযোগ একেবারে এড়িয়ে চলে, তখন বিষয়টি আলাদা করে দেখা দরকার।

৪. একই প্রশ্ন বা গল্প বারবার বলা

একই কথা বা প্রশ্ন বারবার করা শিশুদের শেখার স্বাভাবিক অংশ। এতে তাদের স্মৃতিশক্তি মজবুত হয় এবং পরিচিত তথ্যের মাধ্যমে তারা নিরাপত্তা অনুভব করে। যদিও এটি বড়দের ধৈর্যচ্যুত করতে পারে, তবু এটি শিশুর মানসিক বিকাশেরই ইঙ্গিত।

৫. খাবার নিয়ে খুঁতখুঁতে আচরণ

শিশুদের খাবার বেছে খাওয়ার প্রবণতা খুব সাধারণ। নতুন স্বাদ, গন্ধ বা খাবারের গঠন তাদের জন্য অচেনা লাগে। সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাস বদলায়। যদি শিশু বয়স অনুযায়ী বেড়ে ওঠে এবং মোটামুটি পুষ্টিকর খাবার খায়, তাহলে অতিরিক্ত চিন্তার প্রয়োজন নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X