শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের হাই হিল পরা নিষিদ্ধ করলো ক্যালিফোর্নিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
হাই হিল
expand
হাই হিল

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ছোট শহর কারমেল-বাই-দ্য-সি-তে রয়েছে এক ব্যতিক্রমী আইন। এখানে কেউ যদি দুই ইঞ্চির বেশি উঁচু হিল জুতো পরতে চান, তবে পৌরসভা থেকে আগে নিতে হবে বিশেষ অনুমতি।

এই অদ্ভুত নিয়ম চালু হয় ১৯৬৩ সালে। শহরের সরু গলি, অসমান ফুটপাথ আর গাছের শিকড় বেরিয়ে থাকার কারণে হাঁটার রাস্তা বেশ বিপজ্জনক হয়ে উঠত। হাই হিল পরা পর্যটক ও স্থানীয়দের বারবার দুর্ঘটনার শিকার হতে হওয়ায় সুরক্ষার স্বার্থে এ আইন কার্যকর করা হয়।

তবে ভয়ের কিছু নেই। এই পারমিট পাওয়া একেবারেই সহজ এবং পুরোপুরি বিনামূল্যে। কারমেল সিটি হলে গিয়ে কেবল নাম নিবন্ধন করলেই মিলবে অনুমতি।

মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, শিল্প-সংস্কৃতির আবহ আর ঐতিহাসিক গুরুত্বের জন্য কারমেল-বাই-দ্য-সি বহু বছর ধরেই জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ছোট্ট জনসংখ্যার এই শহর তার বৈচিত্র্যময় পরিবেশের জন্যও অনন্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন