

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মোটরসাইকেল চালানোর সময় নিরাপত্তা নিশ্চিত করতে ব্রেক ও ক্লাচ ব্যবহারের সঠিক কৌশল জানা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, ভুল সময়ে ভুল লিভার ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
মোটরসাইকেলে সাধারণত দুটি লিভার থাকে, একটি ব্রেক ও অন্যটি ক্লাচ। ব্রেক লিভার দিয়ে বাইকের গতি নিয়ন্ত্রণ বা থামানো যায়, আর ক্লাচ লিভার ব্যবহৃত হয় গিয়ার পরিবর্তনের সময়। তবে অনেক চালকই জানেন না কোন পরিস্থিতিতে কোন লিভার আগে ব্যবহার করা উচিত।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী...
স্বাভাবিক গতিতে বাইক চালানোর সময় গতি কমাতে হলে শুধু ব্রেক ব্যবহার করলেই যথেষ্ট। এ ক্ষেত্রে ক্লাচ টিপতে হয় না।
কম গতিতে প্রথম বা দ্বিতীয় গিয়ারে চলতে গিয়ে হঠাৎ ব্রেক প্রয়োজন হলে আগে ক্লাচ চাপতে হবে, তারপর ব্রেক ব্যবহার করতে হবে। নাহলে বাইক হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে।
জরুরি পরিস্থিতিতে যেমন হঠাৎ কারও সামনে চলে আসা বা বড় কোনো বাধা এড়াতে হলে, ব্রেক ও ক্লাচ একই সঙ্গে ব্যবহার করতে হবে। এতে বাইক দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ইঞ্জিন বা যান্ত্রিক অংশের ক্ষতির আশঙ্কাও কমে।
তবে হঠাৎ ব্রেক করার সময় চালকের সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, মোটরসাইকেল চালানোর সময় নিয়মিত অনুশীলন ও সঠিক কৌশল জানা থাকলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।
মন্তব্য করুন
