রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের কথিত পালকপুত্র হিরুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
ওবায়দুল কাদেরের কথিত পালকপুত্র আসাদুজ্জামান হিরু
expand
ওবায়দুল কাদেরের কথিত পালকপুত্র আসাদুজ্জামান হিরু

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের কথিত পালকপুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি ব্যবসা ও শুল্ক ফাঁকিসহ অবৈধ উপার্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ের দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আসাদুজ্জামান হিরু ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারস লিমিটেড-এনডিই’র পরিচালক এবং গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি। সে প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ ও ওয়েস্ট ফিল্ড নামের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

হিরু ও তার স্ত্রী ইশরাত জাহানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ট্যাক্স জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুদক। অভিযোগের প্রাথমিক মূল্যায়নে অনুসন্ধানের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে সংস্থাটি। টিমের নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন