

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিচারপতি আক্তারুজ্জামান গত ৩১ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে রাষ্ট্রপতি ৭ সেপ্টেম্বর সেটি গ্রহণ করেন।
উল্লেখ্য, জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনের সময় মো. আক্তারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় দেন। অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত শেষে গত ২৬ আগস্ট চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
