সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যে আইনে বিচার হবে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
expand
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

দেশের আইনের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি বলেন, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার সেনা আইন নয়, বরং ট্রাইব্যুনালের আইন অনুযায়ীই সম্পন্ন হবে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় চানখারপুলে সংঘটিত ছয় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সেনা আইন নিয়ে প্রশ্নের জবাবে গাজী তামিম বলেন, এ বিষয়ে আমরা শুরুতেই ব্যাখ্যা দিয়েছি, চিফ প্রসিকিউটরও বলেছেন। সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলনগুলোতেও এটা স্পষ্ট—সেনাবাহিনী দেশের আইন ও আদালতের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। এর প্রমাণ হলো, তারা নির্ধারিত দিনে নিজেদের কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করেছেন। আইন বাস্তবায়নে সেনাবাহিনীর সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

আইনি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সেনা আইন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—দুটি-ই বিশেষ আইন। তবে ট্রাইব্যুনাল আইনটি সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে সুরক্ষিত, এবং এটি বাংলাদেশের সব প্রচলিত আইনের ওপর প্রাধান্য পায়। এমনকি সংবিধানের সঙ্গে কোনো বিষয়ে দ্বন্দ্ব দেখা দিলে সেক্ষেত্রে ট্রাইব্যুনাল আইনই কার্যকর থাকবে।

তিনি আরও যোগ করেন, অতএব এই মামলাগুলোর বিচার ট্রাইব্যুনালের আইন অনুসারেই হবে, অন্য কোনো আইনে নয়।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর তিনটি মামলায় মোট ১৫ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ছাড়া গুমের দুটি মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর, আর রামপুরার ২৮ হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন