

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
এই আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সোমবার জামিন আবেদন নিয়ে শুনানি শেষে আদালত আদেশের জন্য এ দিন ধার্য করেছিলেন।
আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ যুক্তিতর্ক উপস্থাপন করেন। অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষ ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
এর আগে গত ২ সেপ্টেম্বর সুলতানা পারভীন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। প্রশাসনের পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে বাসা থেকে চোখ বেঁধে তুলে এনে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। পরবর্তীতে অল্প পরিমাণ মদ ও গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিকভাবে এক বছরের কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
ঘটনার সঙ্গে তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীন ছাড়াও আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নাম আসে। ব্যাপক সমালোচনার পর সাংবাদিক আরিফুল জামিনে মুক্তি পান এবং পরে জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    